ইসলামপুরের নয়াবস্তি এলাকায় চা বাদানের দখলকে কেন্দ্র করে হামলা ও গুলি চালানোর ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন মাত্রা পেল। এই ঘটনার পর এলাকার তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুরের আইসি সৌমিক চক্রবর্তীকে প্রকাশ্যে ভর্ৎসনা করলেন।
ইসলামপুরের নয়াবস্তি এলাকায় চা বাদানের দখলকে কেন্দ্র করে হামলা ও গুলি চালানোর ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন মাত্রা পেল। এই ঘটনার পর এলাকার তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুরের আইসি সৌমিক চক্রবর্তীকে প্রকাশ্যে ভর্ৎসনা করলেন। বিধায়কের দাবি, আইসি'র নেতৃত্বে পুলিশ ব্লক সভাপতি জাকির হুসেনের থেকে টাকা নিয়ে তাদের সন্ত্রাসে মদত দিচ্ছে। ইসলামপুরের আইসি ও পুলিশের বিরুদ্ধে এর আগেও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে দাবি বিধায়কের।