'বিস্ফোরক' মন্তব্য বিজেপি বিধায়কের। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে 'নিষিদ্ধ পল্লীর মেয়েদের' থেকেও অধম বললেন, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। রবিবার সন্ধ্যায় গোপালনগর বাজারে একটি পথ সভায় গানের মাধ্যমে এই মন্তব্য করেন। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে তিনি 'ধান্দাবাজ শকুন'ও বলেন বিধায়ক অসীম সরকার। কেন এই মন্তব্য করলেন, তার ব্যাখ্যাও দিলেন বিজেপি বিধায়ক।
'বিস্ফোরক' মন্তব্য বিজেপি বিধায়কের। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে 'নিষিদ্ধ পল্লীর মেয়েদের' থেকেও অধম বললেন, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। রবিবার সন্ধ্যায় গোপালনগর বাজারে একটি পথ সভায় গানের মাধ্যমে এই মন্তব্য করেন। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে তিনি 'ধান্দাবাজ শকুন'ও বলেন বিধায়ক অসীম সরকার। কেন এই মন্তব্য করলেন, তার ব্যাখ্যাও দিলেন বিজেপি বিধায়ক।