ঘাটাল মেদিনীপুর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। বুধবার সকালে পথ চলতি মানুষ দেখেন রাস্তার পাশের পুকুরে একটি গাড়ি পড়ে রয়েছে। স্থানীয়রাই গাড়িটির উদ্ধার কাজে নামেন। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় গাড়ির চালকের নিথর দেহ। খবর যায় দাসপুর থানায়। সূত্রের খবর, ভোর প্রায় ৪টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়ি নিয়ে পড়ে যায় পুকুরে। প্রাথমিকভাবে জানাগিয়েছে গাড়িটি ঘাটাল থেকে খড়গপুর যাচ্ছিল। মৃত চালকের বাড়িও ঘাটাল এলাকায়। সাত সকালেই এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।