কাজের জন্য বাইরে গিয়েই মর্মান্তিক পরিণতি ৯ জনের! পারকান্দি গ্রাম জুড়ে স্বজন হারানোর হাহাকার। গ্রামে কোনও কাজের ব্যবস্থা নেই বলেই পেটের টানে মহিলাদের বাইরে মাঠে কাজ করতে যেতে হয় বলে অভিযোগ৷আর তার ফলেই এই দুর্ঘটনা ঘটে ন’জনের মৃত্যু, অভিযোগ গ্রামবাসীদের। আজ ডেপুটি স্পিকার আশিষ বন্দোপাধ্যায় ও BJP-র রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল যান পারকান্দি গ্রামে। সেখানে তারা সমবেদনা ও ক্ষতিপূরণের টাকা দেওয়ার আশ্বাস দেন। কেন্দ্র-রাজ্য পৃথক ভাবে ২ লক্ষ করে, ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
কাজের জন্য বাইরে গিয়েই মর্মান্তিক পরিণতি ৯ জনের! পারকান্দি গ্রাম জুড়ে স্বজন হারানোর হাহাকার। গ্রামে কোনও কাজের ব্যবস্থা নেই বলেই পেটের টানে মহিলাদের বাইরে মাঠে কাজ করতে যেতে হয় বলে অভিযোগ৷আর তার ফলেই এই দুর্ঘটনা ঘটে ন’জনের মৃত্যু, অভিযোগ গ্রামবাসীদের। আজ ডেপুটি স্পিকার আশিষ বন্দোপাধ্যায় ও BJP-র রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল যান পারকান্দি গ্রামে। সেখানে তারা সমবেদনা ও ক্ষতিপূরণের টাকা দেওয়ার আশ্বাস দেন। কেন্দ্র-রাজ্য পৃথক ভাবে ২ লক্ষ করে, ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।