রেললাইনের উপর ফুটব্রিজের দাবি দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে ফের দুর্ঘটনা ঘটল দমদম স্টেশন লাগোয়া সিসিআর ব্রিজের কাছে। লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দাদু ও নাতনির। দমদম ও বেলঘড়িয়া স্টেশনে মাঝে দীর্ঘক্ষণ চলল অবরোধ। অবরোধের জেরে অফিস টাইমে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদহ-কৃষ্ণনগর মেনলাইন। চরম দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা। এমনকী, অবরোধের প্রতিবাদ করায় ট্রেনে ওঠে যাত্রীদের মারধরও করা হয় বলে অভিযোগ। রেল আধিকারিকদের আশ্বাসের ঘণ্টা তিনেক পর ওঠে অবরোধ।