বিজেপি জেলা সভাপতির জমির ফসল নষ্টের অভিযোগ। রামপদ দাসের একবিঘা জমিতে কেউ 'ঘাস মারা বিষ' ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। প্রত্যেকটা বেগুন গাছ মরে যাচ্ছে। তার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে। এর আগেও এখানে এই ধরনের কাণ্ড ঘটেছিল বলে তার অভিযোগ। রামপদ দাস বনগাঁ সংগঠনিক জেলার বিজেপি সভাপতি। ঘটনাটি গোপালনগর থানার নহাটা শেরপুর এলাকার। তবে এই অভিযোগের কোন গুরুত্ব নেই, দাবী স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তবে এই ধরনের ক্ষতি করা ঠিক হয়নি দাবী তৃণমূলের। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
বিজেপি জেলা সভাপতির জমির ফসল নষ্টের অভিযোগ। রামপদ দাসের একবিঘা জমিতে কেউ 'ঘাস মারা বিষ' ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। প্রত্যেকটা বেগুন গাছ মরে যাচ্ছে। তার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে। এর আগেও এখানে এই ধরনের কাণ্ড ঘটেছিল বলে তার অভিযোগ। রামপদ দাস বনগাঁ সংগঠনিক জেলার বিজেপি সভাপতি। ঘটনাটি গোপালনগর থানার নহাটা শেরপুর এলাকার। তবে এই অভিযোগের কোন গুরুত্ব নেই, দাবী স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তবে এই ধরনের ক্ষতি করা ঠিক হয়নি দাবী তৃণমূলের। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।