স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার দেখা গেল বিজেপিদের। শুক্রবার হাওড়া ময়দান চত্বরে বিজেপি ও তৃণমূলকর্মীদের রীতিমতন দলীয় পতাকা নিয়ে তাঁবু খাটিয়ে স্বাস্থ্য-সাথী প্রকল্পের ফর্ম বিলি শিবির করতে দেখা গেল। তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য দিদির মাস্টার স্ট্রোকে কাহিল হয়ে পড়েছে বিজেপি কর্মীরা। তাই তারা পথে নামতে বাধ্য হয়েছে। এই নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে, বিজেপি জানিয়েছে সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা কতটা পাচ্ছে, তা দেখার জন্যই এই ক্যাম্প।