নিয়োগ-দুর্নীতি মামলায় এবার গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা। শান্তি প্রসাদ সিন্হা ও অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। '৩০০০ কোটি টাকার দুর্নীতিতে যুক্ত তৃণমূল', বিস্ফোরক মন্তব্য শুভেন্দু-র। 'আমি হিসেব দিয়ে বলেছি, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে যে ৭৫ হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার মধ্যে অন্তত ৫০ হাজার বিক্রি হয়েছে। এমনকী SSC-র চাকরির জন্য অ্যাপ্লাই না করেও চাকরি পেয়েছেন অনেকে।''দালাল চক্র গুলিকেও ধরা উচিৎ সিবিআই-ইডি-র'। 'মুখ্যমন্ত্রী একুশের নির্বাচনে সব জায়গায় বলেছেন, ২৯৪ টা সিটে আমিই প্রার্থী, অতএব, মালের দায়িত্বতো আরোহীকে নিতেই হবে'।
নিয়োগ-দুর্নীতি মামলায় এবার গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা। শান্তি প্রসাদ সিন্হা ও অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। '৩০০০ কোটি টাকার দুর্নীতিতে যুক্ত তৃণমূল', বিস্ফোরক মন্তব্য শুভেন্দু-র। 'আমি হিসেব দিয়ে বলেছি, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে যে ৭৫ হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার মধ্যে অন্তত ৫০ হাজার বিক্রি হয়েছে। এমনকী SSC-র চাকরির জন্য অ্যাপ্লাই না করেও চাকরি পেয়েছেন অনেকে।''দালাল চক্র গুলিকেও ধরা উচিৎ সিবিআই-ইডি-র'। 'মুখ্যমন্ত্রী একুশের নির্বাচনে সব জায়গায় বলেছেন, ২৯৪ টা সিটে আমিই প্রার্থী, অতএব, মালের দায়িত্বতো আরোহীকে নিতেই হবে'।