গত ১৯ জানুয়ারী হুটমুড়া দিদির জনসভায় যোগদিতে যাবার সময় বাস থেকে পড়ে মারা গিয়েছিলেন বাঘমুন্ডির ব্লকের বুড়দা গ্রামের তৃণমূল কংগ্রেসের সৈনিক বেঞ্জামিন সান্ডিল। তাঁকেই শেষ শ্রদ্ধা জানাতে বুড়দা কবরস্থানে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। পরে পরিবারের সাথে কথাও বলেন জেলা তিনি | সুজয় বাবু ও জেলা সভাপতি গুরুপদ টুডু জানান মাননীয় অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের তাঁদের পরিবারের হাতে জেলা নেতৃত্বের হাতদিয়ে দুই লক্ষ টাকা পাঠিয়েছেন। এছাড়াও তিনি জানান সবরকম সাহায্য করতে তাঁদের পরিবারের পাশে রয়েছে তৃণমূল।