'তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', প্রকাশ্যে হুমকি সৌগত রায়-এর। বিরোধীদের নিশানা করে বেলাগাম তৃণমূল সাংসদ। 'তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' কামারহাটিতে হুমকি দিলেন তৃণমূলের সৌগত রায়। এদিন তিনি শুভেন্দু অধিকারিকেও নিশানা করেন। বলেন, 'সব থেকে বড় হোতা শুভেন্দু অধিকারী'। 'নারদ কেলেঙ্কারিতে শুভেন্দুর নাম আছে, CBI একবারও ডাকল না শুভেন্দুকে।
'তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', প্রকাশ্যে হুমকি সৌগত রায়-এর। বিরোধীদের নিশানা করে বেলাগাম তৃণমূল সাংসদ। 'তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' কামারহাটিতে হুমকি দিলেন তৃণমূলের সৌগত রায়। এদিন তিনি শুভেন্দু অধিকারিকেও নিশানা করেন। বলেন, 'সব থেকে বড় হোতা শুভেন্দু অধিকারী'। 'নারদ কেলেঙ্কারিতে শুভেন্দুর নাম আছে, CBI একবারও ডাকল না শুভেন্দুকে।