প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের ক্ষোভ। প্রার্থী তালিকা বদলের দাবিতে বিটি রোড অবরোধ। খড়দহ পুরসভার সামনে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ।
প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের ক্ষোভ। প্রার্থী তালিকা বদলের দাবিতে বিটি রোড অবরোধ। খড়দহ পুরসভার সামনে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ। প্রসঙ্গত, জেলায় জেলায় প্রার্থী পরিবর্তনকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে। খড়দহ পৌরসভার সামনে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ অবরোধ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। যতক্ষণ প্রার্থীপদ ঠিকমতো ঘোষণা না হবে ততক্ষণ তৃণমূল কংগ্রেস কর্মীরা অবরোধ চালিয়ে যাবেন, বলে জানান তাঁরা। পাচটি ওয়ার্ডের প্রার্থী নিয়ে বিক্ষোভ চলছে বলে জানা গিয়েছে। রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে চলতে থাকে অবরোধ।