জঙ্গলে ভয়ঙ্কর দুই দাঁতাল হাতির লড়াই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার জমিরগোট এলাকাতে। প্রায় ১৬ ঘন্টা ধরে চলে সেই লড়াই। মঙ্গলবার বিকেলে স্থানীয় গ্রামবাসীরা দেখতে পান গ্রাম সংলগ্ন জঙ্গলের রাস্তার ওপর দুই দাঁতাল লড়াই করে চলেছে। হুলা পার্টির লোকজন প্রথমে হাতি দুটি কে আলাদা করে জঙ্গলে ঢোকানোর চেষ্টা করে মঙ্গলবার বিকেলে। কিন্তু খুব একটা সফল হয়নি তারা। হাতি গুলি জঙ্গলে ঢুকে সেই একই রকম লড়াই করতে থাকে। বুধবার সকালে গ্রামবাসীরা পুনরায় ধান জমির দিকে গেলে দেখতে পায় জঙ্গল থেকে বেরিয়ে হাতি দুটি একই ভাবে লড়াই করে চলেছে। দীর্ঘ ১৬ ঘণ্টার বেশি সময় ধরে এই লড়াই চলায় এলাকার লোকজন আতঙ্কিত। এই দীর্ঘ সময়ের লড়াইয়ে ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।