সোমবার রায়গঞ্জের (Raiganj) দেবীনগরে শুট আউট। এক কনস্টেবল দুস্কৃতীদের সঙ্গে নিয়ে গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় মৃত্যু হয় ১ মহিলার, আহত আরও ১ মহিলা-সহ ২ জন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশবাহিনী (Police)। এই ঘটনারই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সামনে। সূত্রের খবর, তাদেরই এক ভারাটিয়া কনস্টেবল এমনটা করেছেন। মঙ্গলবার এই ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে আটক করে পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত কনস্টেবল এখনও পলাতক। রায়গঞ্জের চেয়ারম্যান এই পরিবারের পাশে থাকায় আশ্বাস দিয়েছেন। কী নিয়ে গন্ডোগোল তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
সোমবার রায়গঞ্জের (Raiganj) দেবীনগরে শুট আউট। এক কনস্টেবল দুস্কৃতীদের সঙ্গে নিয়ে গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় মৃত্যু হয় ১ মহিলার, আহত আরও ১ মহিলা-সহ ২ জন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশবাহিনী (Police)। এই ঘটনারই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সামনে। সূত্রের খবর, তাদেরই এক ভারাটিয়া কনস্টেবল এমনটা করেছেন। মঙ্গলবার এই ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে আটক করে পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত কনস্টেবল এখনও পলাতক। রায়গঞ্জের চেয়ারম্যান এই পরিবারের পাশে থাকায় আশ্বাস দিয়েছেন। কী নিয়ে গন্ডোগোল তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।