পুরুলিয়ার ঝালদায় ২ নম্বর ব্লকের হরতান গ্রামে দুই যুবককে বেঁধে মারধোর। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিজেপি কর্মীরা এই কাজ করেছে বলে অভিযোগ।
পুরুলিয়ার ঝালদায় ২ নম্বর ব্লকের হরতান গ্রামে দুই যুবককে বেঁধে মারধোর। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিজেপি কর্মীরা এই কাজ করেছে বলে অভিযোগ।
হরতান গ্রামের জলেশ্বর মাহাত দীর্ঘদন ধরে তৃণমূল সমর্থক। অভিযোগ তাঁর ভাই রঞ্জিত মাহাত ও সন্দীপ মাহাতোকে দল ছেড়ে বিজেপি যোগ দিতে বলা হচ্ছিল। ফতোয়া না মানায় ওই দুই যুবককে একঘণ্টার বেশি সময় ধরে খুঁটির সাথে দড়ি ও কাপড় দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়েই জলেশ্বর মাহাত পুলিশ নিয়ে গিয়ে তাঁর দুই ভাইকে উদ্ধার করেন। কোটশিলা হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতোকে জানিয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যে ৪ জনের বিরুদ্ধে কোটশিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
হারতান গ্রাম বর্তমানে রিগিদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর এই এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি পায়। হরতান গ্রামের ঘটনা তাঁদের ফাঁসানোর চক্রান্ত বলে দাবি করেছে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।