১৮ উর্ধ্বদের প্রথম ডোজের করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হল ডালখোলায়। ২৯ মে থেকে শুরু হল সেখানে করোনা টিকাকরণ। করণদিঘীর বিধায়ক গৌতম পালের উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয়। আপাতত যাদের প্রয়োজন প্রাথমিকভাবে তাদেরই টিকাকরণ হবে। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। টিকাকরণ সম্পন্ন করতে দুই থেকে তিন মাস সময় লাগবে। শহরের পাঁচটি কেন্দ্রে এই টিকাকরণ চলবে।