উত্তাল মাঝসমু্দ্রে এক দিকে কাত হয়ে পড়েছে ট্রলার। তার মধ্যেও ট্রলারের উপরে সাহস করে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন মৎস্যজীবী। শেষ পর্যন্ত ঢেউয়ের দাপটে সমু্দ্রে ডুবেই গেল ট্রলারটি। শেষ মুহূর্তে উত্তাল সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন ট্রলারটিতে থাকা মৎস্যজীবীরা। এমনই ছবি ধরা পড়েছে বঙ্গোপসাগরের মধ্যে বাংলাদেশের হাঁড়িভাঘার চরের কাছে। দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপ থেকে তিন চার দিন আগে দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপ থেকে প্রায় দেড়শোটি ট্রলার মাঝ সমু্দ্রে গিয়েছিল মাছ ধরতে। কিন্তু আবহাওয়ার কারণে উত্তাল সমু্দ্রের মধ্যে বিপদে পড়ে ট্রলারগুলি।
অধিকাংশ ট্রলার বাংলাদেশের জলসীমার মধ্যে চলে গিয়ে নিরাপদে আশ্রয় নিলেও দু'টি ট্রলার ডুবে যায় বলে খবর। তার মধ্যে একটি ট্রলার ডুবে যাওয়ার দৃশ্য মোবাইলে বন্দি করেন কাছাকাছি থাকা অন্য এক ট্রলারের মৎস্যজীবীরা। ডুবে যাওয়া দু'টি ট্রলারের মধ্যে মোট ছ' জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ ২৫ জন মৎস্যজীবী। ভিডিও-তে দেখা যাচ্ছে, ডুবে ট্রলারটির মৎস্যজীবীদের সাহায্যে অন্য একটি ট্রলার এগিয়ে যায়। লাইফ জ্যাকেট পরে থাকায় প্রচণ্ড ঢেউয়ের মধ্যেও কোনওক্রমে সাঁতরে সেই ট্রলারটিতে ওঠেন বিপদগ্রস্ত মৎস্যজীবীরা। অভিযোগ, আবহাওয়া দফতরের সতর্কতা উপেক্ষা করেই সমুদ্রে গিয়েছিল ওই ট্রলারগুলি।