ভর দুপুরে দাঁতালের তান্ডব। খাবারের সন্ধানে লোকালয়ে এসে তান্ডব চালল একটি দাঁতাল হাতি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। সেখানকার মেজিয়ার পলাশির জঙ্গল থেকে হাতিটি নন্দনপুর গ্রামে ঢুকে পরে। তারপর তেলান্ডা, পুর্নিয়া সহ একাধিক গ্রামে তান্ডব চালায় হাতিটি। ওই সব গ্রামের ফসলের জমি বা খামারে হানা দেয় হাতিটি। মজুত করা ধান খেয়ে লোকালয়ে ঘুরেও বেড়ায়। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে জাতীয় সড়কের উপর দিয়েই ছুটে বেড়ায় হাতিটি ও শেষমেষ গ্রামের মানুষের তাড়া খেয়ে স্থানীয় নন্দনপুর জঙ্গলের দিকে গা ঢাকা দেয় হাতিটি। খাবারের সন্ধানেই হাতিটি সেখানে ঢুকেছিল বলে অনুমান গ্রামবাসীদের।