পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুগল, তাঁদেরকে বেঁধে চলল গণপিটুনি। ২ মার্চ বিকেল নাগাদ দাসপুর থানার পাঁচবেড়িয়া করুণা চকে ঘটে এই ঘটনা। যুগলকে হাতে-নাতে ধরে ফেলে পাড়া প্রতিবেশীরা। প্রসঙ্গত, মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে থাকত সে একাই। সেই সুযোগেই এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। রাতের অন্ধকারে ওই যুবক তাঁর বাড়িতে আসত বলে অভিযোগ। মঙ্গলবার ওই যুবককে ঘরের মধ্যে দেখতে পায় ওই মহিলার এক কাকিমা। সেই পাড়ার প্রতিবেশীদের ডেকে আনে। তাদের বেধে চলে মারধর। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর মহিলাকে তাঁর বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলেই জানা গিয়েছে। এই ধরনেই পরকিয়ায় গণধোলাই ঘাটাল ও দাসপুরে আগোও অনেকবার হয়েছে। যোদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি কেওই। তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।