Three feet long moustache- ৩ ফুটের গোঁফ রেখে তাক লাগালেন 'গোঁফ মাস্টার'

Three feet long moustache- ৩ ফুটের গোঁফ রেখে তাক লাগালেন 'গোঁফ মাস্টার'

Published : Nov 03, 2021, 01:36 PM ISTUpdated : Nov 03, 2021, 01:40 PM IST

সুকুমার রায় (Sukumar Ray) তাঁর 'গোঁফ চুরি' কবিতার লিখেছিলেন 'গোঁফ দিয়ে যায় চেনা', এ যেন অনেকটা তেমনই। গোঁফ (Moustache) দিয়েই নিজের এক পরিচিতি বানিয়েছেন দাশরথি ভট্টাচার্য। নিজের শখ পূরণ করতেই ৩ ফুটের গোঁফ রেখে এলাকার 'গোঁফ মাস্টার' হয়ে উঠেছেন তিনি। ভাতারের (Bhatar) বড়বেলুন গ্রামের বাসিন্দা দাশরথি ভট্টাচার্য। পেশায় একজন গৃহশিক্ষক দাশরথি ভট্টাচার্য।  ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতে করতেই গোঁফ রাখার শখ জাগে দাশরথি বাবুর মনে। বড় গোঁফ রাখার শতচেষ্টা করলেও ধর্মীয় নিয়মের কারণে  বহুবার তাকে গোঁফ কাটতে হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর দাশরথি বাবুর গোঁফ এখন ৩ ফুট। সেখানে চায়ের দোকানের চর্চার বিষয় এখন গোঁফ মাস্টার দাশরথি। দাশরথি বাবু বলেন, প্রথম প্রথম আমার  স্ত্রীর সঙ্গে মানুষজন হাটে বাজারে অনেকেই মজা করত। স্ত্রীও মাঝেমধ্যেই অভিমান করত, গোঁফ কাটার পরামর্শও দিত। কিন্তু আমার বড় গোঁফ রাখার শখ দেখে পরিবারের পক্ষ থেকে আর কোনও সমস্যা হয়নি। রীতিমতো সরষে ও নারকেল তেল দিয়ে গোঁফের পরিচর্যা করেন তিনি। তবে তিনি বাড়িতে কোনও কাঁচি রাখেন না। তার ভয় রাতে ঘুমন্ত অবস্থায় যদি কেউ তার গোঁফে কাঁচি চালিয়ে দেয় তাহলে তাঁর শখটাই বৃথা হয়ে যাবে। তবে দাশরথি বাবুর ইচ্ছে মৃত্যুর সময় পর্যন্ত  তিনি গোঁফে কাঁচি ঠেকাবেন না। এখন তাঁর এই শখ পূরণ করতে স্ত্রী রেনুকা ভট্টাচার্য দাশরথি বাবুকে সাহায্যও করেন।

সুকুমার রায় (Sukumar Ray) তাঁর 'গোঁফ চুরি' কবিতার লিখেছিলেন 'গোঁফ দিয়ে যায় চেনা', এ যেন অনেকটা তেমনই। গোঁফ (Moustache) দিয়েই নিজের এক পরিচিতি বানিয়েছেন দাশরথি ভট্টাচার্য। নিজের শখ পূরণ করতেই ৩ ফুটের গোঁফ রেখে এলাকার 'গোঁফ মাস্টার' হয়ে উঠেছেন তিনি। ভাতারের (Bhatar) বড়বেলুন গ্রামের বাসিন্দা দাশরথি ভট্টাচার্য। পেশায় একজন গৃহশিক্ষক দাশরথি ভট্টাচার্য।  ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতে করতেই গোঁফ রাখার শখ জাগে দাশরথি বাবুর মনে। বড় গোঁফ রাখার শতচেষ্টা করলেও ধর্মীয় নিয়মের কারণে  বহুবার তাকে গোঁফ কাটতে হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর দাশরথি বাবুর গোঁফ এখন ৩ ফুট। সেখানে চায়ের দোকানের চর্চার বিষয় এখন গোঁফ মাস্টার দাশরথি। দাশরথি বাবু বলেন, প্রথম প্রথম আমার  স্ত্রীর সঙ্গে মানুষজন হাটে বাজারে অনেকেই মজা করত। স্ত্রীও মাঝেমধ্যেই অভিমান করত, গোঁফ কাটার পরামর্শও দিত। কিন্তু আমার বড় গোঁফ রাখার শখ দেখে পরিবারের পক্ষ থেকে আর কোনও সমস্যা হয়নি। রীতিমতো সরষে ও নারকেল তেল দিয়ে গোঁফের পরিচর্যা করেন তিনি। তবে তিনি বাড়িতে কোনও কাঁচি রাখেন না। তার ভয় রাতে ঘুমন্ত অবস্থায় যদি কেউ তার গোঁফে কাঁচি চালিয়ে দেয় তাহলে তাঁর শখটাই বৃথা হয়ে যাবে। তবে দাশরথি বাবুর ইচ্ছে মৃত্যুর সময় পর্যন্ত  তিনি গোঁফে কাঁচি ঠেকাবেন না। এখন তাঁর এই শখ পূরণ করতে স্ত্রী রেনুকা ভট্টাচার্য দাশরথি বাবুকে সাহায্যও করেন।

04:43Beldanga Chaos: বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলায় বড় পদক্ষেপ প্রেস ক্লাবের! দেখুন
04:48SIR শুনানি আতঙ্ক! মুসলিম ভোটারদের ক্ষোভ, আগুন এবার হাড়োয়ায় | SIR Protest | Haroa | Bangla News
05:38'তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না', মালদার জনসভা থেকে মোদীকে বললেন শুভেন্দু | Suvendu on Modi
04:48SIR Protest : এসআইআর শুনানি আতঙ্ক! মুসলিম ভোটারদের ক্ষোভ, আগুন এবার হাড়োয়ায়
05:37'তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না', মালদার জনসভা থেকে মোদীকে বললেন শুভেন্দু
09:01Narendra Modi: মোদীর এই ভাষণেই কেঁপে উঠবে বাংলার অনুপ্রবেশকারীরা! দেখুন কী বলছেন প্রধানমন্ত্রী
04:02Malda : মুখে 'জয় শ্রী রাম', প্রতিবন্ধকতা জয় করে মোদীর সভায় বিশেষ সক্ষম হাসান আলি
06:38Adhir Ranjan Chowdhury: আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করে মমতাকে আক্রমণ অধীর চৌধুরীর
08:21Narendra Modi: ‘মোদীর গ্যারেন্টি’তে বদলে যাবে বাংলা! মালদা থেকে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ
12:10বেলডাঙায় অসহায় পুলিশ! 'আত্মসমর্পন'-এর সুর পুলিশ সুপারের, শুনলে অবাক হবেন! | Beldanga | Murshidabad