নিজেকে ভগবান বলে দাবি করে গাছের মাথায় মহিলা। বট গাছের মগডালে চড়ে বসেন ওই মহিলা। দাসপুর থানার আনন্দগড়ের ঘটনা। অনেক অনুরোধের পরও নামানো যায়নি মহিলাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দাসপুর থানার পুলিশ। পরে দমকল গিয়ে ওই মহিলাকে নীচে নামায়। তাঁকে নীচে নামাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। প্রসঙ্গত, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে দিদির বাড়িতেই থাকতেন ওই মহিলা। ঘটনার দিন পুজো করতে করতেই হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাশেরই একটি বট গাছে চেপে বসেন মহিলা।