চুরির অভিযোগে ৪ শিশুকে দড়ি দিয়ে বেঁধে নির্মম অত্যাচার। ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। ঘটনায় অভিযোগ উঠেছে রবিয়াল খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।
দড়ি দিয়ে বেঁধে ৪ শিশুকে মাটিতে ফেলে উত্তম-মধ্যম প্রহার করছে এক ব্যক্তি। অভিযোগ তারা নাকি ট্রাক্টর-এর পার্টস চুরি করেছে। মধ্যযুগীয় বর্বরতার এই ছবি দেখা গেল গড়বেতা থানার অন্তর্গত জবা গ্রামে। অভিযোগ, ট্রাক্টর-এর পার্টস চুরি করেছে করে এই ৪ শিশু। তাই তাদের ধরে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করা হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে রবিয়াল খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গড়বেতা থানার পুলিশ গ্রেফতার করে। শিশুদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় গড়বেতা হাসপাতালে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এই বিষয় নিয়ে গড়বেতা ১ নম্বর ব্লকের বিডিও ওয়াশিম রেজা বলেন, অভিযোগ পেয়ে পুলিশকে জানিয়েছি। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করেছে। বাচ্চাদের গড়বেতা হাসপাতালে চিকিৎসা চলছে।