স্কুলের ক্লাসরুমের মধ্যে উদ্দাম নাচ ৪ ছাত্রীর। ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। বাঁকুড়ার জঙ্গলমহলের গড় রাইপুর হাইস্কুলের ঘটনা। স্কুল ড্রেস পরেই নাচতে দেখা যায় ছাত্রীদের।
স্কুলের ক্লাস রুমে উদ্দাম নৃত্য ছাত্রীদের। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসল স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত চার ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করল স্কুল কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুরের পর এবার বাঁকুড়ার একটি স্কুলের ক্লাসরুমে ছাত্রীদের নাচের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হল। বাঁকুড়ার জঙ্গলমহলের গড় রাইপুর হাইস্কুলের এই ঘটনায় তোলপাড় নেট পাড়া।মোবাইলে বাজছে গান, আর সেই গানে স্কুল ড্রেস পরে স্কুলের ক্লাসরুমে নেচে চলেছে ছাত্রীরা, আর সেই ভিডিও এখন নেট পাড়ায় ভ্যাইরাল। যদিও ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা। জানাগেছে, বাঁকুড়ার ওই ভিডিও বাঁকুড়ার জঙ্গল মহলের গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের। জানা গেছে দিন চারেক আগে দ্বাদশ শ্রেনীর চার ছাত্রী নিজেদের ক্লাসরুমে এই ভিডিও তৈরী করে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। শনিবার বিষয়টি নজরে আসে গড় রাইপুর হাইস্কুল কর্তৃপক্ষের। এরপরই ওই চার ছাত্রীকে সোমবার স্কুলে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত চার ছাত্রীকে আপাতত স্কুলে আসতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গড় রাইপুর হাইস্কুলের এই ঘটনা জানা না থাকলেও বাঁকুড়া জেলা স্কুল শিক্ষা দফতর বিষয়টি নিয়ে দ্রুত ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আস্বাস দিয়েছে।