প্রায় এক বছর পরে খুলল স্কুল। স্কুলের প্রথম দিনেই ক্লাসের মধ্যে অশ্লীল আচরণ ছাত্রদের। সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল ভিডিও। বালুরঘাটের একটি নামী স্কুলে ঘটেছে এমন ঘটনা। ভিডিওতে উঠে এসেছে দ্বাদশ শ্রেণির গুটিকয়েক ছাত্র, যারা ক্লাসের মধ্যেই নাচ-গানের পাশাপাশি অশ্লীল অঙ্গভঙ্গি করছে। এই ভিডিও নিয়েই নিন্দার ঝড় ওঠে নেট দুনিয়ায়। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। ডেকে পাঠানো হয় ওই ছাত্রদের অভিভাবকদের। স্কুলের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষকের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের আগামী চার মাসের জন্য স্কুলে আনবেন তাদের অভিভাবকরা।