ফের মেদিনীপুর ষ্টেশনে (Midnapore) আরপিএফ (RPF) তৎপরতায় রক্ষা পেলেন এক ব্যক্তি। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ঘটতে চলেছিল বড় দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন এক বৃদ্ধ। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেনটি ৬টা ৪৫ নাগাদ ছেড়ে দেওয়ার সময়ে বাদল নাগ নামে এক বৃদ্ধ দৌড়ে তাতে ওঠার চেষ্টা করেন৷ ট্রেনে ওঠার সময়ে চলন্ত ট্রেনের হাতল পিছলে যায়৷ তাতেই ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত ট্রেনের পাশে পড়ে যান৷ দূর থেকে দেখতে পেয়ে কর্মরত আরপিএফ জাওয়ান সন্দীপ ধল ছুটে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন৷ বৃদ্ধকে চলন্ত ট্রেনের বগি টেনে নেওয়ার চেষ্টা করলেও কোনোভাবে সন্দীপ ও আরও এক যুবকের চেষ্টায় বৃদ্ধকে সরানো সম্ভব হয়৷ প্রাণে রক্ষা পান বৃদ্ধ। আগেও একই ঘটনা ঘটেছিল মেদিনীপুর ষ্টেশনে ২০২০ সালে৷ ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিট নাগাদ আসানসোল-খড়্গপুরগামী প্যাসেঞ্জার ট্রেনে উঠতে যান মেদিনীপুরের বারোবেটিয়ার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী সুজয় ঘোষ। ট্রেনে ওঠার সময়, হাত ফসকে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝের ফাঁক গলে পড়ে যাচ্ছিলেন বছর তেতাল্লিশের ওই যাত্রী। তাঁর মাথায় আঘাত লাগে। কোনওমতে তাঁকে রক্ষা করেন আরপিএফ কর্মীরা। ফের একই ভাবে মেদিনীপুর ষ্টেশনে আরপিএফের তৎপরতায় রক্ষা পেলেন আরও একজন৷
ফের মেদিনীপুর ষ্টেশনে (Midnapore) আরপিএফ (RPF) তৎপরতায় রক্ষা পেলেন এক ব্যক্তি। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ঘটতে চলেছিল বড় দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন এক বৃদ্ধ। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেনটি ৬টা ৪৫ নাগাদ ছেড়ে দেওয়ার সময়ে বাদল নাগ নামে এক বৃদ্ধ দৌড়ে তাতে ওঠার চেষ্টা করেন৷ ট্রেনে ওঠার সময়ে চলন্ত ট্রেনের হাতল পিছলে যায়৷ তাতেই ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত ট্রেনের পাশে পড়ে যান৷ দূর থেকে দেখতে পেয়ে কর্মরত আরপিএফ জাওয়ান সন্দীপ ধল ছুটে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন৷ বৃদ্ধকে চলন্ত ট্রেনের বগি টেনে নেওয়ার চেষ্টা করলেও কোনোভাবে সন্দীপ ও আরও এক যুবকের চেষ্টায় বৃদ্ধকে সরানো সম্ভব হয়৷ প্রাণে রক্ষা পান বৃদ্ধ। আগেও একই ঘটনা ঘটেছিল মেদিনীপুর ষ্টেশনে ২০২০ সালে৷ ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিট নাগাদ আসানসোল-খড়্গপুরগামী প্যাসেঞ্জার ট্রেনে উঠতে যান মেদিনীপুরের বারোবেটিয়ার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী সুজয় ঘোষ। ট্রেনে ওঠার সময়, হাত ফসকে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝের ফাঁক গলে পড়ে যাচ্ছিলেন বছর তেতাল্লিশের ওই যাত্রী। তাঁর মাথায় আঘাত লাগে। কোনওমতে তাঁকে রক্ষা করেন আরপিএফ কর্মীরা। ফের একই ভাবে মেদিনীপুর ষ্টেশনে আরপিএফের তৎপরতায় রক্ষা পেলেন আরও একজন৷