একটি নিম্নচাপ অক্ষরেখা পাঞ্জাব থেকে পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত যেটি উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর ফলে আগামী চার দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভবনা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই তিনটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গেই দার্জিলিং এবং কালিংপংয়ে ভারী বৃষ্টির সম্ভবনা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে বজ্রপাত হওয়ারও সম্ভবনা রয়েছে।