২০১২ সালে শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যান্সার। দু`বছর ঠাকুর পুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হয় বজবজের অর্পণ সর্দার। সুস্থ হওয়ার পর এখন সে মন দিয়েছে ছোটবেলার স্বপ্নে। মাটির মূর্তি তৈরি করে সে।
২০১২ সালে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বজবজের অর্পণ। সেই সময় তিনি নবম শ্রেণির ছাত্র। বাবা সামান্য মালির কাজ করেন। তারপরেও সর্বস্ব পণ রেখে টানা দুই বছর ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করান অর্পণের। ২৪টা কেমো নিয়ে এখন অনেকটাই সুস্থ সে। আর ক্যানসার জয়ের পরই ছোটবেলার স্বপ্নে ডুব দেয় অর্পণ সর্দার। মাটির মূর্তি গড়ে সে। এবারের দুর্গা পুজোয় ৬টি মূর্তি তৈরি করছে সে। আগামী দিনে আর্ট কলেজে পড়তে চায় এই হার না মানা ছেলেটি।