প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নতুন মেডিকাল কোচের উদ্বোধন করা হল শিয়ালদহ স্টেশনে। একটি পুরোনো মোটর ভ্যান-এর ভেতর চিকিৎসা সামগ্রী এবং শয্যা-সহ ডাক্তার এবং রোগীদের বসার ব্যবস্থা করা হয়েছে। দুদিকেই চালানো যাবে এই মোটর ভ্যান। মাথায় থাকবে সাধারণ অ্যাম্বুলেন্সের নীল বাতি ও হুটার। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ছোটখাটো সার্জারিও করা যাবে এই মেডিকেল কোচে। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পি এস মিশ্র। এই বিশেষ মেডিকাল কোচটি প্রতি ডিভিশনে একদিন করে থাকবে। শিয়ালদহ থেকে মোট ১০টি শাখায় ট্রেন চলে। প্রতিটি শাখার রেলকর্মীরাই এই মেডিকাল কোচ ব্যবহারের সুযোগ পাবেন।
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নতুন মেডিকাল কোচের উদ্বোধন করা হল শিয়ালদহ স্টেশনে। একটি পুরোনো মোটর ভ্যান-এর ভেতর চিকিৎসা সামগ্রী এবং শয্যা-সহ ডাক্তার এবং রোগীদের বসার ব্যবস্থা করা হয়েছে। দুদিকেই চালানো যাবে এই মোটর ভ্যান। মাথায় থাকবে সাধারণ অ্যাম্বুলেন্সের নীল বাতি ও হুটার। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ছোটখাটো সার্জারিও করা যাবে এই মেডিকেল কোচে। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পি এস মিশ্র। এই বিশেষ মেডিকাল কোচটি প্রতি ডিভিশনে একদিন করে থাকবে। শিয়ালদহ থেকে মোট ১০টি শাখায় ট্রেন চলে। প্রতিটি শাখার রেলকর্মীরাই এই মেডিকাল কোচ ব্যবহারের সুযোগ পাবেন।