যশের প্রভাব পড়েছে হলদিয়ায়। যশের প্রভাবে হলদিয়ায় ফুঁসছে হলদি নদী। জলমগ্ন হয়ে পড়েছে সেখানকার একাধিক এলাকা। নদীর ধারে যেতে আগেই জারি হয়েছিল নিষেধাজ্ঞা। সেখানকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ ধরে সেখানে চলে উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বহু বাড়ি। ঘূর্ণিঝড়ের জেরে ঘর ছাড়া এখন সেখানকার বহু মানুষ।