বালুরঘাটে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে সুকান্ত মজুমদার, প্রচারের মাঝেই বিঁধলেন মমতাকে

বালুরঘাটে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে সুকান্ত মজুমদার, প্রচারের মাঝেই বিঁধলেন মমতাকে

Published : Feb 21, 2022, 05:46 PM IST

জোর কদমে চলছে এখন আসন্ত পুরনির্বাচনের প্রচার। জেলায় জেলায় জোর কদমে চলছে প্রচার। সোমবার বিজেপির হয়ে প্রচারে দেখা গেল সুকান্ত মজুমদারকে। বালুরঘাটের সাংসদ তাঁর নিজের ওয়ার্ডে প্রচার করলেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি সেখানে প্রচার করেন। প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
 

আসন্ন বালুরঘাট পুরসভার নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তাঁর নিজ ওয়ার্ডে দলীয় প্রার্থীকে নিয়ে নির্বাচনী প্রচার করলেন। মূলত বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন এবং দলীয় প্রার্থীকে ভোটে জেতানোর জন্য বলেন বিজেপি রাজ্য সভাপতি। নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। পুরনো ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন। পায়ে হাওয়াই চটি অ্যাডভান্স অ্যাপেলের আইফোন নিয়ে ঘুরলদ মুখ্যমন্ত্রী পুরনো ইভিএমে ভোট করান। রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে সরব হন। রাজ্যে আইন শৃঙ্খলার কোন কিছুই নেই। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় পরিবার সরকারি চাকরি প্রত্যাখ্যান করার বিষয় নিয়ে মুখোমুখি হন সুকান্ত। রাজ্যে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। নারায়ণ গোস্বামী অশোকনগরের তৃণমূল বিধায়ক সিপিএমকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন তা নিয়েও সরব সুকান্ত। এটা নতুন কিছু নয়। দিনহাটার বিধায়কের এমন মন্তব্যে বমি পায় মন্তব্য সুকান্ত। কল্যাণ ব্যানার্জি আইপ্যাককে দালাল বলেছে, সেই সুকান্ত বলেন ওটা তৃণমূলের অন্তঃকলহ। আর কিছুদিন গায়ে ফোঁড়া হয়ে গ্যাঙরিন দেখা দেবে। কলকাতার বিভিন্ন হাসপাতালে দালালরাজ চলছে, তা না হলে তৃণমূল পার্টির নেতা কর্মীকে ধরেই ভর্তি হতে হবে। বিনা পয়সায় ওষধ দেয়ার কথা থাকলেও বেশিরভাগ হাসপাতালে ওষুধ পাওয়া যায় না। কুনালের সঙ্গে সুকান্ত ও দীলিপের ছবি নিয়ে তথাগতর পোস্ট, সে নিয়ে বলেন একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে কে আমন্ত্রিত কে আমন্ত্রিত নয় তা বলা মুশকিল। প্রকাশ্যে অর্জুন সিংয়ে ইভিএম ভেঙে দেওয়ার কথা প্রসঙ্গে বক্তব্য সুকান্তের।

03:42Dilip Ghosh: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ?
03:51'কারও নাম বাদ গেলে BJP-কে বুথে ঢুকতে দেব না!' হুমকি TMC নেতার, পাল্টা বিজেপি
05:22'চাই না বলিনি, পাই না বলেছি' মুসলিম ভোট নিয়ে ফের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু
07:12Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
03:59BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান
04:50Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
04:52Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর
04:47নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা
09:35Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির
06:39'এখন সুতো গোটাচ্ছে, যতদিন যাবে যন্ত্রণা বাড়বে' কাদেরকে ঠুকলেন শুভেন্দু?
Read more