ডবলুবিসিএস অফিসারদের বেতন বৃদ্ধিতে ২টি অতিরিক্ত ইনক্রিমেন্ট, ঘোষণা মমতার

ডবলুবিসিএস অফিসারসদের জন্য নয়া ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। টাউনহলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি জানালেন যে এবার বিএসএস পদাধিকারীরা ২টি করে অতিরিক্ত মাইনে বৃদ্ধি পাবেন। এমনকী, আইএএস-দের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথাও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নতুনভাবে সাজিয়ে তোলার পর বৃহস্পতিবার টাউনহলের উদ্ধোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।সেখানেই ডবল্ুবিসিএস অফিসারদের সাধারণবৈঠকে যোগ দেন তিনি।  এদিনে সেখানেই ডবল্ুবিসিএস অফিসারদের আরও বেশি করে কাজে লাগোনোর কথা বললেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ডবল্ুবিসিএস অফিসারদের বেশ কিছু সুযোগসুবিধা দেওয়ার কথাও বলেছেন তিনি। এর পাশাপাশি ১০০দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে আরও একবার সরব হলেন তিনি।এদিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আগামী দিনে জেলার সংখ্যা বাড়ানোর ইচ্ছে রয়েছে। কিন্তু পর্যাপ্ত আধিকারিক না থাকায়, তা সম্ভব হচ্ছে না। উন্নয়নের প্রয়োজনের জেলার সংখ্যা বাড়ানো দরকার। আগামী দিনে ২৩ থেকে ৪৬ টি পর্যন্ত জেলা করার ইচ্ছে রয়েছে রাজ্য সরকারের।' মমতা আরও বলেন, 'আমরা জেলা আরও বাড়াব, অফিসারদের কথা ভেবেই সেটা করা হবে। যাতে ক্যারিয়ার নষ্ট না হয়। আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়।' ডবল্ুবিসিএস অফিসারদের প্রশাসনের উচ্চপদে পোস্টির দেওয়ার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। মুখ্যমন্ত্রীর কথায়, আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়, তাই আণরা ডবল্ুবিসিএস অফিসারদের জন্য জয়েন্ট, অ্যাডিশনার সেক্রেটারির পোস্ট বাড়িয়েছি। নতুন করে ডবল্ুবিসিএস-র কোটা আরও বাড়াতে হবে।' ডবল্ুবিসিএস অফিসাররা আরও বেশি করে জেলাশাসক করার ইচ্ছে মুখ্যমন্ত্রীর। স্থানীয় জেলাশাসক হলে কাজের পরিচালনাও আরও সহজ হবে বলে দাবি মমতার।  রপরেই ডবল্ুবিসিএস অফিসারদের ভালো কাজ করার জন্য, উদ্বুদ্ধ করেছেন শাসকদলেরর প্রধান।

06:50Dilip Ghosh: ‘এই ডাকাত মুখ্যমন্ত্রী থাকলে সবাইকে পালাতে হবে!’ দিলীপ ঘোষের বিস্ফোরক হুঁশিয়ারি03:55Suvendu Adhikari On Mothabari: শুভেন্দুকে দেখেই ফেটে পড়লেন কান্নায়! মোথাবাড়িতে আক্রান্ত হিন্দু পরিবারের পাশে শুভেন্দু04:28Suvendu Adhikari: হাইকোর্টে অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী, কথা বললেন ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে04:01BJP News: হালিশহরে বিজেপি নেতাকে আক্রমন, অভিযোগের তির তৃণমূলের দিকে, ভাইরাল সিসিটিভি ফুটেজ05:08Suvendu Adhikari: 'এই রাজ্যে সবাই যোগ্য একজনই অযোগ্য তিনি চোর ব্যানার্জি' এ কী বলছেন শুভেন্দু অধিকারী04:19SSC Scam News Today: ‘চুরি করে এখন বড় বড় কথা বলছেন মমতা!’ বিস্ফোরক সুকান্ত, নবান্ন অবরোধের হুঁশিয়ারি!04:55পঞ্চম শ্রেণীর ছাত্রীর সঙ্গে এ কী করল এক মুসলিম ছেলে! ক্ষোভ উগড়ে যা বললেন ফাল্গুনী পাত্র06:16'রাজ্য জুড়ে আন্দোলন করব ক্ষমতা থাকলে রুখে দেখান', মমতাকে চ্যলেঞ্জ শঙ্কর ঘোষের03:55SSC Scam News Today: SSC দুর্নীতিতে বিজেপির দুর্দান্ত অ্যাকশন শুরু! রাজ্য সরকারকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ06:19SSC Scam News: শিক্ষকদের উপর লাঠিচার্জের জবাব দিতে থানায় তাণ্ডব বিজেপির! সরগরম শান্তিপুর