গরমে হাসফাস করছে এখন সকলে। এই গরমের মাঝেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভবনা, জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আগামী ৪ দিনে তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না। ১৬ এপ্রিল উত্তরবঙ্গে পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভবনা। সেই ৫ জেলার মধ্যে রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং, কুচবিহার, আলিপুরদুয়ার।