কবে আসবে স্বস্তির বৃষ্টি? জানুন বর্ষার প্রতীক্ষা আর কত দিনের

আগামী দুই দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে অস্বস্তিকর অবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। ৯ জুন পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্যে ঢুকে গেছে মৌসুমী বায়ু।

আগামী দুই দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে অস্বস্তিকর অবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। ৯ জুন পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্যে ঢুকে গেছে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে তারই প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী। তব এবার স্বস্তি ফিরতে চলেছে কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে।বর্ষার প্রভাবে আগামী ৫ দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। তবে সম্পূর্ণ অন্য ছবি কলকাতা ও দক্ষিণবঙ্গে। এই এলাকার মানুষরা এখনও চাকতপাখির মতই আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে। কবে অবসে স্বস্তির বর্ষা- একটাই কথা। দক্ষিণবঙ্গের পরিস্থিতি এতটাই অস্বস্তিকর যে চিকিৎসকরা বিশেষ প্রয়োজন ছাড়া মানুষরে রাস্তার বার না হওয়ার পরামর্শ দিয়েছে।  
 

06:23‘মমতাকে সওকত মোল্লা মারতে গিয়েছিল’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর07:48‘অপদার্থ মুখ্যমন্ত্রী এতদিন ধরে স্বাস্থ্য ও পুলিশকে জলাঞ্জলি দিয়েছেন’ মমতাকে চরম তুলোধোনা শুভেন্দুর06:47কেন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী? ফাঁস করে বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের08:50'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই15:29'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের04:53পড়ুয়াকে বাংলাদেশী বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য নদীয়ার কল্যাণীতে06:47কেন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী? ফাঁস করে বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের08:49'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই02:34সুন্দরবনে ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া01:47আধার কার্ড সংযোজন করতেই আবাসের টাকা লোপাট! ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনা