আগামী দুই দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে অস্বস্তিকর অবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। ৯ জুন পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্যে ঢুকে গেছে মৌসুমী বায়ু।
আগামী দুই দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে অস্বস্তিকর অবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। ৯ জুন পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্যে ঢুকে গেছে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে তারই প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী। তব এবার স্বস্তি ফিরতে চলেছে কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে।বর্ষার প্রভাবে আগামী ৫ দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। তবে সম্পূর্ণ অন্য ছবি কলকাতা ও দক্ষিণবঙ্গে। এই এলাকার মানুষরা এখনও চাকতপাখির মতই আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে। কবে অবসে স্বস্তির বর্ষা- একটাই কথা। দক্ষিণবঙ্গের পরিস্থিতি এতটাই অস্বস্তিকর যে চিকিৎসকরা বিশেষ প্রয়োজন ছাড়া মানুষরে রাস্তার বার না হওয়ার পরামর্শ দিয়েছে।