ইতিমধ্যেই বঙ্গের বেশ কিছু জায়গায় হয়েছে কালবৈশাখী। কালবৈশাখীর জেরে গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। কালবৈশাখীর রেশ কাটতে না কাটতেই এবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।
ইতিমধ্যেই বঙ্গের বেশ কিছু জায়গায় হয়েছে কালবৈশাখী। কালবৈশাখীর জেরে গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। তবে ফের তাপমাত্রা অনেকটাই বেড়েছে বঙ্গে। কালবৈশাখীর রেশ কাটতে না কাটতেই এবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে একাধিক জায়গায়। ওড়িশার একাধিক জায়গায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে। ওড়িশার মোট ১৮টি জায়গায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওড়িশার উপকূলবর্তী জেলা গুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে সেখানে। ঝড় আছড়ে পড়লে যাতে সব রকম ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নাচাপে পরিণত হতে পারে। আগামী রবিবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গেই ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেরও ৫ জেলায় বৃষ্টি হতে পারে।