করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই শুরু হয়েছিল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক হবে কী না তা নিয়ে শঙ্কা। কিউ ছিলেন পরীক্ষা হওয়ার পক্ষে কেউ ছিলেন পরীক্ষা না হওয়ার পক্ষে। রবিবার পরীক্ষা হবে কী না সেই কথা আম জনতার কাছে জানতে চেয়েছিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এবছরের জন্য বাতিল হল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। জনমতকে গুরুত্ব দিয়েই ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে সঠিক বিচার করেই যেন ফল ঘোষণা হয়, এই কথাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।