ICSE-তে দেশের মধ্যে নজর কাড়া রেজাল্ট বাংলার। দেশের মধ্যে দ্বিতীয় ও পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়ে নজর কেড়েছেন একাধিক পড়ুয়া। প্রকাশিত হয়েছে আইসিএসই-র ফল। উত্তরবঙ্গের জলপাইগুড়ির প্রাপ্তি সরকার রাজ্যে তৃতীয় হয়েছেন।
জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলের পড়েন প্রাপ্তি সরকার। প্রাপ্তি জেলার মধ্যে প্রথম হয়েছেন। প্রাপ্তি ৯৯.০২ শতাংশ নম্বর পেয়েছেন। মা স্কুল শিক্ষিকা বাবা ইঞ্জিনিয়ার। আগামীতে কম্পুউটার সায়েন্স নিয়ে পড়তে চায় প্রাপ্তি।