জল নিকাশি ঠিকঠাক না থাকায় জলমগ্ন বিঘার পর বিঘা চাষজমি এবং ঘরবাড়ি, বিডিও অফিসে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ এগরা ২ ব্লকে
বর্ষাকালে বৃষ্টি হলেই জলমগ্ন বিঘার পর বিঘা চাষজমি এবং ঘরবাড়ি | জল নিকাশি ঠিকঠাক না থাকায় ও খাল সংস্কার না হওয়ায় এই অবস্থার সম্মুখীন দুবদা বেসিন এলাকার মানুষ | স্থানীয়দের অভিযোগ, বারংবার ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা | এগরা ২ বিডিও অফিসের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ দেখালো কয়েকশো মানুষ | আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে | এগরা ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিষ রায় জানিয়েছেন অবিলম্বে সমস্যার সমাধান করা হবে