আসানসোলের বরাকার ফাঁড়িতে বন্দির মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকার ফাঁড়িতে এক বন্দির মৃত্যু। এই ঘটনা ঘিরে উত্তজিত জনতার ইটবৃষ্টি শুরু হয়। পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। উত্তেজিত জনতার উদ্দেশে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ শুরু হয় লাঠিচার্জও। সূত্রের খবর, বরাকার ফাঁড়ির লক অপে আরমান আনসারী নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকেই থানা ঘেরাও করে এলাকাবাসী। সেখান থেকেই পুলিশের সঙ্গে বচসা হয় তাঁদের। মৃত্যুর সঠিক কারণ না জানতে পারায় উত্তেজনার সৃষ্টি হয়।