বাসের সামনে হাতির তাড়া, ভাইরাল ভিডিও। ঘটনাটি বৃহস্পতিবার শিলিগুড়ি ও সেবকের মাঝে সড়কে। আচমকাই জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে এসেছিল রাস্তায়। হাতির সামনে পড়ে যায় যাত্রী বোঝাই একটি বাস। এরপর বাসটি লক্ষ্য করে তেড়ে আসে হাতিটি।
আর একটু হলেই যাত্রী বোঝাই বাসটিকে উল্টে হয়তো ফেলে দিত জংলী হাতি। আতঙ্কের সেই প্রহর যেন কিছুতেই ভুলতে পারছেন না একটি বাসের যাত্রীরা। ঘটনাটি শিলিগুড়ি ও সেবক-এর মাঝে। আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল হাতিটি। এদিকে রাস্তার উপরে বিশালাকার গজরাজকে দেখে ততক্ষণ দাঁড়িয়ে পড়েছে দুই দুক থেকে আসা সমস্ত যানবাহন। যারা প্রায় হাতিটির এক্কেবারে নাগালের মধ্যে এসে পড়েছিল গাড়ি নিয়ে তারা সকলে তখন ব্যাক গিয়ারে গাড়ি পিছানোর চেষ্টা করছে। এমনই সময়ে একটি যাত্রী বোঝাই বাসের দিকে নজর যায় গজরাজের। এরপর বাসটি লক্ষ্য করে তেড়ে আসে হাতিটি। একদিকে ব্যাক গিয়ারে সমানে বাস পিছোতে থাকেন চালক। হাতির এমন রুদ্র মূর্তি দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। চালক বাস পিছানোর চেষ্টা করলেও হাতির দৌঁড়ের সঙ্গে পাল্লা দিতে পারছিল না। শেষমেশ অবশ্য হাতিটি কিছুদূর ধাওয়া করে থেমে যায়, হাফ ছাড়েন বাসযাত্রীরা।