বছর শেষে পুরুলিয়ার বুকে উঠে এল রাজস্থান

বছরের শেষের কটাদিন পুরুলিয়ার বুকে উঠে এল রাজস্থান। মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ। তাঁদের উদ্যোগে আয়োজিত হয় 'রাজস্থানী মেলা'। পুরুলিয়ার বুকে রাজস্থানী ঘরানায় ছিল খানা-পিনা এবং গান-বাজনা।
 

বছরের শেষ কটা দিন পুরুলিয়ার বুকে উঠে এল রাজস্থান। পুরুলিয়া শহরের তেলকল পাড়ার একটি রিসোর্টে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় "পাধো মারো দেশ"। সম্পূর্ণ রাজস্থানী কনসেপ্টে পুরুলিয়ার বুকে খানা-পিনা-গানা সবই ছিল রাজস্থানী ঘরানার। রাজস্থানের মরুভূমি, মরুভূমিতে হাঁটছে উট, রাজস্থানের গোলাপি শহর ,বিভিন্ন মন্দিরের পরিবেশ ঠিক যেন হুবুহ  রাজস্থান। রাজস্থানের বিভিন্ন পোশাক পূজোর সামগ্রী দর্শনার্থীদের নজর কাড়ে। পুরুলিয়া শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের মাড়োয়ারি সম্প্রদায়  ছাড়াও বাঙালিরাও রাজস্থানী মেলায় উপস্থিত হয়ে রাজস্থানকে উপভোগ  করেন।গতকাল রাতে মুম্বাইয়ের হিন্দি সিনেমার জনপ্রিয় গায়ক বিনোদ রাঠোড় এর সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হল পুরুলিয়ায় রাজস্থানী মেলা। শীতের হাড় কনকনে  রাতে বিনোদ রাঠোড় হিন্দি চলচ্চিত্রে গাওয়া তার গান গেয়ে দর্শকদের আসন থেকে উঠতে দেয়নি।শেষ দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন রাজস্থানী মেলায়। কচিকাচারা স্টেজে উঠে বিনোদ রাঠোড়ের সাথে গানের ছন্দে পা মেলায়। রাজস্থানের জয়পুর  থেকে পুরুলিয়ার  এই মেলায় দোকান করতে আসা শ্বেতা আগরওয়াল জানান, প্রথমবার এই মেলা উপলক্ষ্যে পুরুলিয়া এসেছি। রাজস্থান ঘরানার পোশাক সহ বিভিন্ন জিনিসপত্র এনেছিলাম বিক্রি করার জন্য, বেশ ভালোই সাড়া পাওয়া গিয়েছে। 

05:02‘তৃণমূল বাংলাদেশীদের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের09:45'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো' বার্তা শুভেন্দুর03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর