কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছিল সিভিক পুলিশ অলোক থোকদারের। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন তিনি। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যে ছিলেন অলোক। তাঁর মৃত্যুতে বিপাকে পড়ে অলোকের পরিবার। চাকরির জন্য আবেদনও করেছিল তাঁর পরিবারের সদস্যরা। মৃত্যুর ৬ মাসের মধ্যে চাকরি পেলেন তাঁর স্ত্রী বিউটি দাস থোকদার। চাকরি পেয়েই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি।