'তুমি অকৃতদার নও, অকৃতজ্ঞ, ইডি-সিবিআই থেকে বাঁচতে পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির কাছে বিক্রি করেছো।শুভেন্দু অধিকারীর খাস তালুকে দাঁড়িয়ে নাম না করেই এদিন হলদিয়ার মেগা সভা থেকে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
'তুমি অকৃতদার নও, অকৃতজ্ঞ, ইডি-সিবিআই থেকে বাঁচতে পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির কাছে বিক্রি করেছো।শুভেন্দু অধিকারীর খাস তালুকে দাঁড়িয়ে নাম না করেই এদিন হলদিয়ার মেগা সভা থেকে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি আরও বলেন, এই জেলার সর্বেসর্বা বলে যিনি নিজেকে দাবি করতেন, তিনি এখন ইডি-সিবিআই-র ভয়ে, নিজের পিঠ বাঁচাতে দিল্লি তল্পিবাহকতা করে দিন থেকে রাত কাটাচ্ছেন। এরপরেই অভিষেক চড়া সুরে বলেন, দিল্লিতে দুবার আমার মাথা হেট করে দিয়েছ। আমিও তোমার দুবার মাথা হেঁট করে দিয়েছি। বিজেপির দুই জন তৃণমূলে যোগ দিয়েছে। এখন দরজা খুললে পুরো দলটাই উঠে যাবে।' এরপর বিজেপিকে আক্রমণ করে বলেন, দরজা খুললে বিজেপি উঠে যাবে। এখন যদি দরজা খুলি দল উঠে যাবে।আমি আটকে রেখেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা যারা বসেছিল, গদ্দার মীরজাফর, তাঁরা নির্বাচনের ৪ থেকে ৫ দিন আগে বিজেপি করা শুরু করে। আমার কাছে সব তালিকা আছে। অনুগামী সেজে কারা আমাদের দলটাকে বারোটা বাজাচ্ছেন, সেটা জানি।'