খাবার পৌঁছাতে দেরী হওয়ায় জ্যোমাটো বয়কে মারধর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে সোদপুরের আনন্দপল্লীতে। অভিযোগ উঠেছে মৌমিতা চক্রবর্তী নামে এক মহিলার বিরুদ্ধে।
খাবার পৌঁছাতে দেরী হওয়ায় জ্যোমাটো বয়কে মারধর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে সোদপুরের আনন্দপল্লীতে। অভিযোগ উঠেছে মৌমিতা চক্রবর্তী নামে এক মহিলার বিরুদ্ধে। কালীতলা মাঠ এলাকার লোকেশন থেকে অর্ডার দেয় মৌমিতা। ডেলিভারি বয় উজ্জ্বল সেই লোকেশনে পৌঁছালে মৌমিতা তাঁকে অন্য একটি লোকেশনে আসতে বলে। ডেলিভারি ভয় আপত্তি জানালে গালিগালাজ করে মৌমিতা। পরে অবশও সেই লোকেশনেই যেতে রাজি হয় উজ্জ্বল। কিন্তু এর পর ঘটনা অন্যদিকে মোড় নেয়। ডেলিভারি হাতে পাওয়ার পর মৌমিতা আবার গালিগালাজ শুরু করে উজ্জ্বলকে। উজ্জ্বল জানায়, দেরি হওয়ার কারণ দেখিয়ে এই ব্যবহার করা হয় তাঁর প্রতি। পাল্টা জবাব দিতে গেলে মৌমিতা চড় মারে উজ্জ্বলকে। একইসঙ্গে তাঁর মোবাইলও ভেঙে দেওয়া হয় পাঁচিলে ছুঁড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।