শ্বশুরবাড়িতে অশান্তি জেরে অভিমানে আত্মঘাতী গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার শশীনা গ্রামে। মৃতা গৃহবধূর নাম শিউলি দাস। ঘটনার আগের দিন স্বামী পলাশ দাস ও শাশুড়ির সঙ্গে বাপের বাড়ি যাওয়া অশান্তি হয় তাঁর। বৃহস্পতিবার স্বামী পলাশ দাস তাঁকে রাত হয়ে যাওয়ার কারণে বাপের বাড়ি যেতে বাধা দেয়। তার পর দিনই অর্থাৎ শুক্রবার ভোর বেলা নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় গৃহবধূ। স্বামী পলাশ দাস জানিয়েছেন বাপের বাড়ি যেতে না দেওয়ায় অপমানের আত্মহত্যা করেছেন তিনি। শুক্রবার সকালে মৃতার স্বামী প্রথম দেখতে পায় তাঁর মৃত দেহ। তিনিই পরে বসিরহাট থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় দেহ। পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। মৃতের বাপের বাড়ি থেকে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আত্মহত্যার পিছনে আর অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।