'চালক দারুণ চুমু খেতে পারেন' এ কেমন রেটিং? কমেন্ট দেখে চমকে উঠলেন নেটিজেনরা! তারপর?

সেই যাত্রী ওই ক্যাব অ্যাপটিতে রেটিং দেওয়ার সময় লিখে দিয়েছিলেন যে, চালক নাকি খুব ভালো চুমু খেতে পারেন। অন্যান্য কমেন্টের তুলনায় যা খানিকটা আলাদা বলেই মনে করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। 

অনেকেই ক্যাবে ওঠার আগে চালকের রেটিং দেখে নেন। কিন্তু এ কেমন রেটিং?

সাধারণত চালক কেমন গাড়ি চালান কিংবা তাঁর ব্যবহার, সেইসব সম্পর্কেই মতামত দিয়ে থাকেন যাত্রীরা। কিন্তু সম্প্রতি একজন ক্যাবচালকের আট বছর আগের একটি রেটিং ভাইরাল হয়েছে।

Latest Videos

সেই যাত্রী ওই ক্যাব অ্যাপটিতে রেটিং দেওয়ার সময় লিখে দিয়েছিলেন যে, চালক নাকি খুব ভালো চুমু খেতে পারেন। অন্যান্য কমেন্টের তুলনায় যা খানিকটা আলাদা বলেই মনে করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। সম্প্রতি এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট প্রচণ্ড ভাইরাল হয়েছে। মহম্মদ নামক সেই চালক গাড়ি চালিয়ে যা যা প্রশংসা অর্জন করেছেন, তার একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট পোস্টটিতে। যদিও তার সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

কী দেখা যাচ্ছে সেই পোষ্টে?

সেই পোস্টে দেখা যাচ্ছে, চালক আট বছর ধরে একটি অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। এই আট বছরে তিনি ৫-এর মধ্যে ৪.৯৬ রেটিং পেয়েছেন যাত্রীদের কাছ থেকে। মোট ১০১৩৮টি ট্রিপও সম্পূর্ণ করেছেন তিনি।

সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, যাত্রীদের অনেকেই তাঁর পরিষেবায় সন্তুষ্ট হয়ে বেশ ভালো ভালো মন্তব্য করেছেন। কিন্তু তাদের মধ্যেই একটি বিশেষ মন্তব্য সোশ্যাল মিডিয়াতে বেশ নজর কেড়েছে।

একজন কমেন্তে সোজা লিখে দিয়েছেন গাড়ির চালক হলেন একজন দুর্দান্ত চুম্বনকারী! আর সেই পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এক জন ব্যবহারকারী আবার লিখেছেন “চালকের ট্রিপের সংখ্যা দেখে ভেবেছিলাম চালক খুবই দক্ষ। কিন্তু তারপর নিচের দিকে তাকাতেই এই কমেন্ট চোখে পড়ল।”

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ওপারে অস্থিরতা, এপারে উন্মুক্ত সীমান্ত! Bangladeshi দুষ্কৃতিদের নাশকতার ছক! India Bangladesh News
ফের Mamata Banerjee-কে ‘ফেক’ বললেন Suvendu Adhikari, কেন? দেখুন | Suvendu Adhikari
Mamata Banerjee Live: দিঘার জগন্নাথ মন্দিরে সাংবাদিকদের মুখোমুখি মমতা, কী বার্তা, দেখুন সরাসরি
'ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি আর কি...ওরা বাড়ছে, এখনও ঘুমাবেন!' রুদ্রমূর্তিতে Suvendu Adhikari
'দুটো রাফেল উড়লেই প্যান্ট ভিজে যাবে' : Suvendu Adhikari #shorts #suvenduadhikari #indiabangladesh