এই অফিসে বেতনের সঙ্গে মেলে মদ, সঙ্গে আবার হ্যাংওভার কাটানোর ছুটি! কোথায় আছে এমন চাকরি?

Published : Feb 19, 2025, 05:51 PM IST
Office

সংক্ষিপ্ত

এই পৃথিবীর বুকে এক আজব অফিস। 

প্রত্যেকের কর্মক্ষেত্রেই অবশ্যই কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত আবশ্যক একটি বিষয়। আর সেই নিয়ম না মানতে পারলে, অনেকদিন ধরে একটি অফিসে টিকে থাকা যথেষ্ট কঠিন একটি বিষয়।

মানে অফিস তো কখনোই কোনও ক্লাব বা বারের মতো উল্লাস করার জায়গা নয়। সেইজন্যই দুটি ক্ষেত্র এবং জায়গা সম্পূর্ণ আলাদা। তবে জাপানের একটি সংস্থা কর্মীদের আকৃষ্ট করতে এক অদ্ভুত পদক্ষেপ গ্রহণ করেছে। বলা চলে, সে এক এলাহি বন্দোবস্ত। অফিসকেই রীতিমতো পানশালায় পরিণত করে দিয়েছে তারা।

অফিসে মত্ত হওয়ার জন্য মদ এবং তারপর হ্যাংওভার কাটানোর জন্য সময়ও দিচ্ছে তারা। এই খবরটি সামনে আসতেই কার্যত, হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। জাপানের ওসাকার ওই সংস্থার নাম হল ‘ট্রাস্ট রিং কোং লিমিটেড’। জাপানের সেই প্রযুক্তি সংস্থা তাদের সংস্থায় চাকরির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যেহেতু তাদের কাছে বড় সংস্থাগুলির মতো অত বাজেট নেই, তাই টাকার বদলে কর্মীদের অন্য প্রলোভন দেখিয়েছেন সংস্থার কর্তৃপক্ষ। চাকরির সেই বিজ্ঞপ্তিতে লেখা আছে, টাকার পরিবর্তে কর্মীদের মদ পরিবেশনের ব্যবস্থা করেছে সেই সংস্থা। আরও জানানো হয়েছে যে, কাজের সময় কর্মীদের বিনামূল্যে মদ পরিবেশন করা হবে।

‘ট্রাস্ট রিং কোং লিমিটেড’সংস্থার কর্তা নিজেও কর্মচারীদের সঙ্গে বসে মদ পান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মদ খাওয়ার পর কর্মচারীদের যদি হ্যাংওভার হয়ে যায়, তাহলে ২-৩ ঘণ্টার জন্য ছুটিও দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আসলে অফিসের চাপ কাটাতে কর্মীদের জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছে সেই সংস্থা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিয়ের শেরওয়ানি পরেই ফের মালাবদল বরের! প্রথম বউয়ের ধামাকা এন্ট্রিতে ভেস্তে গেল 'স্বপ্ন'
সাফারিতে সেলফি তোলার সামান্য ভুলে কী পরিণতি! ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়