১৫ মে-র পর থাকবে না তৃণমূল, শাসক দলকে 'ডেডলাইন' দিয়ে দিলেন শুভেন্দু

  • শনিবার মহিষাদলে বিজেপির সভা
  • ফের তোপ দাগলেন শুভেন্দু অধিকারী
  • টিএমসি-কে ডেডলাইন বেঁধে দিলেন তিনি
  • আক্রমণ শানালেন 'তোলাবাজ ভাইপোকেও'
     

নতুন বছরের শুরু থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণের সুর সপ্তমে নিয়ে গিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার মহিষাদলের সভা থেকে আরও একবার নিজের পুরোনো দলকে চাচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার, 'তোলাবাজ ভাইপো' তোপ, মুখ্যমন্ত্রীকে আক্রমণের পাশাপাশি উল্লেখজনকভাবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের আয়ূ কত দিন তাও ঠিক করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে পাল্টা তোপ দেগেছে শাসক দলও।

মহিষাদলের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, আমি বিজেপিতে যোগ দেওয়ার পর বেশ কয়েকটা সভা করে ফেললাম। নন্দ্রীগ্রামে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। সেখানে আসার পথে বাসে হামলা হয়েছে। আজকের সভাতেও পতাকা ছেঁড়া হয়েছে। কিন্তু কেনও এই সব করছেন বলেও হুঁশিয়ারী দিয়ে রাখেন শুভেন্দু অধিকারী।  কারণ ১৫ মে-র পর আর তৃণমূল কংগ্রেস থাকবে না বলে, পরিষ্কার জানিয়ে দেন বিজেপি নেতা। তাই বিজেপিতে কর্মীদের হিংসার পথে যেতে নিষেধ করেন শুভেন্দু।

Latest Videos

শুধু তৃণমূল কংগ্রেসকে ডেডলাইন বেঁধে দেওয়াই নয়, প্রাক্তন দলকে প্রাইভেট কোম্পানি বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। কোম্পানির কর্মচারী হয়ে থাকতে চাইনি বলেই দল ছেড়েছি বলে জানিয়েছেন বিজেপি নেতা। একইসঙ্গে 'তোলাবাজ ভাইপো' বলে আক্রমণও জারি রেখছেন শুভেন্দু। গরু পাচার কাণ্ডে লালা, এনামুল, বিনয় মিশ্রের পর তোলাবাজ ভাইপো বলেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তবে এদিনের ভা থেকে তৃণমূল কংগ্রেসকে যে ডেডলাইন বেঁধে দিয়েছেন শুভেন্দু তা রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। 

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের উর্দিতে ফুর্তি বারাসাতের ওসির, তীব্র আক্রমণ শুভেন্দুর
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
অশান্তির জেরে এইরকম কাণ্ড ঘটবে ভাবেনি কেউ! আতঙ্কে Nadia-র Kalyani, দেখুন | North 24 Parganas News