'কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও', কৃষি আইন বাতিলের দাবিতে আজ অবস্থান কর্মসূচি কলকাতায়

 

  •  বুধবার কৃষি আইন বাতিলের দাবি কলকাতায়
  • অবস্থান কর্মসূচির আহ্বান এআইকেএসসিসি-র 
  • বুধবার বেলা ১১ টার সময় রাণী রাসমণি রোডে
  • বক্তব্য রাখবেন, অশোক ধাওয়াল, যোগেন্দ্র যাদব

Asianet News Bangla | Published : Jan 20, 2021 4:45 AM IST / Updated: Jan 20 2021, 10:34 AM IST

 বুধবার কলকাতায় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচির আহ্বান জানিয়েছে এআইকেএসসিসি-র (AIKSCC)। 'কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও', এই স্লোগানেই অবস্থান কর্মসূচি নেওয়া হবে শহরের বুকে। কর্পোরেট স্বার্থবাহী কেন্দ্রীয় ৩ কৃষি আইনের প্রত্যাহারে দাবিতে এই কর্মসূচি।

আরও পড়ুন, করোনা সংক্রমণ কমল কলকাতায়, টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একাধিক 

 

 

  
কোনও মতেই কৃষি আইন প্রত্যাহারের পক্ষে নয় মোদী সরকার। যতই দিন গড়াচ্ছে, ততই আন্দোলনরত কৃষকদের সমর্থনে এগিয়ে আসছেন দেশের অন্যান্য প্রান্তের কৃষকরা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বুধবার বেলা ১১ টার সময় রাণী রাসমণি রোডে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভায় বক্তব্য রাখবেন, অশোক ধাওয়াল, যোগেন্দ্র যাদব সহ কৃষক এবং ক্ষেত মজুর কর্মীবৃন্দ।

 

 

আরও পড়ুন, Election Live Update-আজ কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক 

 

 

অপরদিকে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আগেই নেমেছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। যদিও ডিসেম্বরে  কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিরোধী ঐক্য়ে চিড় দেখা গিয়েছিল। রাষ্ট্রপতির কাছে কংগ্রেসের রাহুল গাঁধী সহ ৫ বিরোধী নেতা দেখা করে যখন স্মারকলিপি দিয়েছিলেন তখন কিন্তু নিজেকে সরিয়েই রেখেছিল তৃণূল নের্তৃত্ব।

Share this article
click me!