ফুরফুরা শরীফে সিদ্দিকি-ওয়েইসি বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, কোন দিকে যাবে জল

  • সিদ্দিকি-ওয়েইসি একান্ত বৈঠক ঘিরে জল্পনা  
  • নির্বাচনের রণকৌশল নিয়েই সম্ভবত আলোচনা
  •  দল ঘোষণা করবেন বলে আগেই জানিয়েছেন সিদ্দিকি
  • একান্ত বৈঠকে কী হতে চলেছে অপেক্ষায় রাজ্য

 হুগলির ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে একান্ত বৈঠকে মিম সুপ্রিমো আসাদউদ্দীন ওয়েইসি। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েই সম্ভবত দুপক্ষের এই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে।

রবিবার সকালে ফুরফুরায় হাজির হন মিম প্রধান। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে নিজের দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকী। এখন মিম প্রধানের সঙ্গে তাঁর একান্ত বৈঠকে কী হতে চলেছে এ নিয়ে জল্পনার জল গড়িয়েছে অনেকদূর। রবিবার ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে মিম সুপ্রিমো আসাদউদ্দীন ওয়েইসি-র বৈঠক প্রসঙ্গে সিপিআইএমের নেতা মহম্মদ সেলিম বলেন, 'আমাদের রাজ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তার ভিত্তিতে দাঁড়িয়ে আমরা বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সকল শক্তিকে একজোট করার চেষ্টা করছি। মিমকে ব্যবহার করে বিজেপি এই রাজ্য়ে শক্তিশালী হতে চাইছে। কিন্তু ওরা শক্তিশালী হলে ফুরফুরাতে যেতে হত না।'
 

Latest Videos

উল্লেখ্য, আসাদউদ্দীন ওয়েইসির দলটি বিহারে বিধানসভা ভোটে সফল হয়েছে। বিহারে ২০ টি আসনে পার্থী দিয়েছিলেন আসাদউদ্দীন ওয়েইসি। ভোটের হার ১.২৪ শতাংশ। এবার তাই পশ্চিমবঙ্গের ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে। 
 

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya