'বহিরাগতের হাতে হামলা-শ্লীলতাহানি', প্রতিবাদ সভার ডাক বাংলাপক্ষের, কাঠগড়ায় CAB

Published : Apr 05, 2021, 11:18 AM ISTUpdated : Apr 05, 2021, 11:20 AM IST
'বহিরাগতের হাতে হামলা-শ্লীলতাহানি', প্রতিবাদ সভার ডাক বাংলাপক্ষের, কাঠগড়ায় CAB

সংক্ষিপ্ত

 সিএবিকে 'চরম দুনীর্তি পরায়ণ সংস্থা'র তকমা দিল বাংলাপক্ষ 'বহিরাগত অপরাধীদের শাস্তি চাই-যন্ত্রণার শোধ তোলা হবে' বহিরাগতের হাতে হামলা-শ্লীলতাহানির প্রতিবাদ বাংলাপক্ষের সিএবি-র গেটের সামনে  প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে  

বহিরাগতের হাতে হামলা-শ্লীলতাহানির প্রতিবাদ জানিয়ে সিএবি-র বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাপক্ষ।  ৭ এপ্রিল দুপুর আড়ায়টের সময় সিএবি-র গেটের সামনে  প্রতিবাদ সভার আয়োজন করা হয়ে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা বাংলাপক্ষের সম্পাদক।

 

আরও পড়ুন, আজ রাজ্যে মুখোমুখি মমতা-নাড্ডা, সোমবার TMC-র শক্তি বাড়াতে প্রচারে নামবেন জয়াও 

 

 

সোশ্যাল মিডিয়ায়, দক্ষিণ ২৪ পরগনা বাংলাপক্ষের সম্পাদক জানিয়েছেন, 'ক্রিকেট অ্যাসোশিয়েশন অব বেঙ্গল একটা চরম দুনীর্তি পরায়ণ সংস্থা। বহিরাগতদের বয়স ভাড়িয়ে আধার কার্ড নকল করে বাঙালার হয়ে সিএব-র বিরুদ্ধে খেলানোর অভিযোগ তুলেছেন। এর প্রতিবাদ করেছিল বাংলা পক্ষ। সেই সময় কিছু বহিরাগত আমাদের উপর আক্রমণ করে। আমাদের দুই ভাইকে ভয়ঙ্করভাবে আহত করেছে। এবং আমাদের এক বোনের শ্লীলতাহানি করেছে। এদের এতদূর স্পর্ধা, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে রক্তাক্ত করেছে। আগামী ৭ এপ্রিল দুপুর আড়ায়টের সময় সিএবি-র গেটের সামনে আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি বলে তিনি জানিয়েছেন। উড়িষ্যার বালেশ্বরে পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে ভারত মায়ের জন্য বাঘাজতীনের প্রাণ ত্যাগ , ফাঁসি কাঠে ঝুলে মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদানের উদাহরণ টেনে এদিন আাপমোর বাঙালির কাছে প্রতিবাদে সামিল হতে আহ্বান জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা বাংলাপক্ষের সম্পাদক।

 

আরও পড়ুন, BJP-র সম্ভাব্য মুখ্যমন্ত্রী রূপে উঠেছে তাঁর নাম, তারকেশ্বরকে আকর্ষণের কেন্দ্র করলেন স্বপন দাশগুপ্ত  


অপরদিকে, বাংলা পক্ষের সদস্য সহেলি চক্রবর্তী জানিয়েছেন, 'দীপক পুনিয়া, হরসিত কাওসিক, ওম পাল্পং নামের তিন বহিরাগত অপরাধী আমাদের বাঙালি ভাই দেবাশীষের হাত ভেঙেছে। এই তিন অপরাধীর শাস্তি চাই। শপথ নাও বাঙালি। কথা দিচ্ছি ভাই তোর যন্ত্রণার শোধ তোলা হবে বলে 'জয় বাংলা' স্লোগান তোলেন সহেলি। 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ