দলীয় প্রার্থী নিয়ে ক্ষোভের আগুন, তারমধ্যেই প্রচার শুরু ইসলামপুরের বিজেপি প্রার্থীর

  • ইসলামপুরে বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডল
  • গত দুবার এই কেন্দ্রে পরাজিত হয়েছেন তিনি
  • এবারও ফের তাকে প্রার্থী করায় অখুশি কর্মীরা
  • এরই মধ্যে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী
     

আগের দুবার বিধানসভা ভোটে পর্যুদস্ত হয়েছেন৷ " এবার একবার আমাকে লাস্ট চান্স দিন " ঠিক এভাবেই মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডল। সোমবার রাতে  ইসলামপুর শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় দোকানে দোকানে গিয়ে কয়েকজন দলীয় সমর্থক নিয়ে এবার - 'একবার লাস্ট চান্স দিন'  এই বলে ভোট চাইছেন বিগত দুবারের বিধানসভা ভোটে তিন নম্বর স্থান পাওয়া বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডল।

"

Latest Videos

প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ থাকায় এদিন তাঁর প্রচারে তেমনভাবে দেখা যায়নি বিজেপি কার্যকর্তা থেকে কর্মীদের। হাতে গোনা চার-পাঁচ জন কর্মী নিয়েই প্রচার সারতে হল তাঁকে। প্রচার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী বলেন,'আমি সেভাবে কথাটা বলিনি। আমি বলেছি এবার রাজ্যে বিজেপির সরকার গড়ার পরিস্থিতি অনুকূলে।  অনেক সময় মানুষ ভূল করে অন্য রাজনৈতিক দলকে ভোট দিয়ে দেন তাই লাস্ট বার কথাটা উল্লেখ করা হয়েছে। তাঁর কথায় এবার ইসলামপুর বিধানসভা বিজেপি দখল করবেই।' 

"

প্রার্থী পছন্দ না হওয়ায় চরম বিক্ষোভও দেখায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। দলীয় কার্যালয় ভাঙচুর থেকে শুরু করে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের ছবিতে কালী লাগানো এবং আগুন ধরিয়ে প্রার্থী বদলের দাবি তোলেন বিজেপি কর্মীরা।বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডল যতই ইসলামপুর বিধানসভা দখলের কথা বলুক না কেন দুবারের হেরে যাওয়া প্রার্থীকে যে দলের নেতা কর্মীদের পছন্দ হয়নি তা এদিনের প্রচারেই ছবিতেই স্পষ্ট হয়ে উঠেছে। 

"

বিজেপির প্রার্থীকে কটাক্ষ করতে সুযোগ ছাড়েনি শাসক দলও। তৃনমুল কংগ্রেসের এক নেতা জানিয়েছেন," বিজেপি নিজেই এবার আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের অবস্থান জানিয়ে দিচ্ছে।এবার তাদের জেতার কোনো চান্স নেই।জনসমর্থনের বিচারে তারা লাস্ট হবে।তাই বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে লাস্ট চান্স বলছে।তবুও মুখ দিয়ে সত্যি কথা বেড়িয়েছে।" ফলে নির্বাচনের আগে ঘরে বাইরে বেশ চাপে ইসলামপুরের বিজেপি প্রার্থী।
 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু